![]() |
Dream by bichitra |
স্বপ্ন আমরা সবাই দেখি কম বেশি ।
কিন্তু আমরা কজন পারি স্বপ্ন সত্যি করতে ?
হুম আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি তাই তো ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের স্বপ্নটাও ভেঙে যায় । স্বপ্ন দেখতে হলে জেগে দেখতে হবে যাতে করে স্বপ্ন দেখা থেকে শুরু করে পূরণের সকল আলগোরিথাম , ফ্লোচার্ট হয় বাস্তবিক ।
শুধু স্বপ্ন দেখলে হবে না পূরণের জন্য চাই ধৈর্য ,সাহস ও শ্রম । কৌশল অবলম্বন করে একটা একটা করে স্বপ্নের সিঁড়ি বেয়ে পৌঁছাতে হবে নির্দিষ্ট লক্ষে ।
মনে রাখবেন।, স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয়না । স্বপ্ন দেয় সাহস , স্বপ্ন আপনকে থেকে যেতে দিবেনা , স্বপ্ন সর্বদা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে ।
ধন্যবাদ
0 Comments