নেলসন ম্যান্ডেলা


নেলসন ম্যান্ডেলা [১৯৯৮ (২৮ জুলাই) - (০৫ ডিসেম্বর) ২০১৩]
-রাজনীতে যোগদান ১৯৩৯ সালে।
-রাজনৈতিক দল ANC [African National Congress] (১৯১২ সালে প্রতিষ্ঠিত)
-এএনসি প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন মহাত্মা গান্ধী। গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকেই তার রাজনৈতিক জীবন শুরু করেন। এ কারণে ডারবানে একটি রাস্তার নামকরণ করা হয়েছে গান্ধীর নামে।

-বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয় ১৯৬৪ সালে।

  •  ১৯৬৪- ১৯৮২ তিনি নির্বাসিত ছিলেন- রোবেন দ্বীপে
  •  ১৯৮২- ১৯৮৮ তিনি বন্দি ছিলেন- পালমমর কারাগারে
  • ১৯৮৮- ১৯৯০ তিনি বন্দি ছিলেন- ভিক্টর ভাস্টর কারাগারে [কেপটাউন]

- ম্যান্ডেলার প্রিজন আইডি (বন্দি নাম্বার) ছিলো- ৪৬৬৬৪। পরবর্তীতে এই সংখ্যার নামে তিনি এইডস-বিরোধী প্রচার চালান।

-দীর্ঘ ২৭ বছর বন্ধি থাকার পর মুক্তি পান ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি। পরের বছন তার প্রচেষ্টায় বর্ণবাদ আইন বাতিল হয়। বাতিল করেন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রেডরিক ডি ক্লাক। এ কারণে ক্লার্ক এবং ম্যান্ডেলা ১৯৯৩ সালে শান্তিতে নবেল পুরস্কার লাভ করেন।

-প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ম্যান্ডেলা ১৯৯৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাজনীতি থেকে অবসর নেন ১৯৯৯ সালে।


-তার আত্মজীবনীমূলক বই 'A Long Walk to Freedom'
Rea��es:

Post a Comment

0 Comments