ডিএনএস (DNS)

 Domain Name System


ডিএনএস কি ?


ডিএনএস হলে ডোমেইন নেম সিস্টেম। ইন্টারনেট দুনিয়া ডিএনএস এর উপর নির্বরশীল । কোনো ওয়েবসাইট ব্যবহার বা পরিচালনা করতে প্রয়োজন এর আইপি এড্রেস জানা যা দীর্ঘ সংখ্যার কোড এবং এটি শেখা সম্ভব নয়।
ডিএনএস ইন্টারনেট সেবায় ডোমেইন নেইম কে আইপি তে অনুবাদ করে ।
ডোমেইন নেইমে বর্ণমালা ব্যবহার করা হয় সহজেই মনে রাখার সুবিদার্থে ।

উদাহরণ ,www.example.com - একটি সাইটের ডোমেন নেইম যা ডিএনএস সহায়তা করবে আইপি ঠিকানায় অনুবাদ করতে ।


ডিএনএস কিভাবে কাজ করে ?
ডিএনএস কাজ করে ডিএনএস সার্ভারের মাধ্যমে। যখন কোন ব্যবহারকারী ওয়েব ব্রাউজারে কোনো একটি ডোমেইন নেইম লিখেন তখন ডিএনএস সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট যাই । ডিএনএস সার্ভার ব্যবহারকারীর রিকোয়েস্ট অনুযায়ী লুক- আপ-টেবিল থেকে ডোমেইন নেইম টির আইপি এড্রেসটি খুঁজে নেয় ।
অতঃপর ফলাফল ব্যবহারকারীর নিকট ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফিডব্যাক জানাই ।


ডিএনএস সার্ভার এর নিজস্ব নেটওয়ার্ক রয়েছে । যদি কোনো ডিএনএস সার্ভার না জানে কিভাবে একটি ডোমেইন নেইম অনুবাদ করতে হয় তাহলে সেই অন্য একটি ডিএনএস সার্ভারকে জিজ্ঞাসা করে এবং যত দ্রুত সম্ভব ব্যবহারকারীকে ফিডব্যাক দিয়ে থাকে ।
একটি ডিএনএস সার্ভার তার ডোমেন নামগুলির সাথে সমস্ত আইপি ঠিকানার একটি তালিকা ধারণ করে, যা প্রয়োজনে পুনরুদ্ধার করা যায়।


Rea��es:

Post a Comment

0 Comments