একজন পত্র প্রেরক চাই


একজন পত্র প্রেরক চাই....

যার খামের প্রাপকের জায়গায় গোটা গোটা অক্ষরে লিখা থাকবে আমার নাম।খুব যত্নে লিখা দুটো লাইন থাকবে আমায় লেখা....নীল খাম না হয় নাই পেলো,একটি হলুদ খামেই আসুক তার চিঠি। এক অজানা অচেনা মানুষের চিঠির অপেক্ষায় দিন কাটুক আমার,মাসের একটি নির্দিষ্ট দিনে পিয়নের টুং টাং আওয়াজে বেড়ে যাক আমার হৃদস্পন্দন।বারান্দায় দাড়িয়ে যখন দেখব সাইকেলটি আমার বাড়ি পেরিয়ে গেলো,অভিমান এর সুরে লিখতে চাই তাকে আমিও দুটি লাইন.... অপেক্ষা যে তীব্র যন্ত্রনার সৃষ্টি করে বুঝিয়ে দিতে চাই সেই অদেখা মানুষটিকে..... তার কোন নাম্বার নেই,সাদা নীল দুনিয়ার থেকে অনেকটাই দূরে থাকবে সে....
চাইলেও যখন তখন দেখব না তাকে।অভিমান গুলো শুধু থাকবে কাগজে....সে পড়বে আর মনে মনে পাগলি বলে সম্বোধন করবে আমায়। সে লিখতে বসবে আমায়...চিঠি জুড়ে অল্প কয়েকটি শব্দ বুঝিয়ে দেবে অনেক কথা।চোখ বন্ধ করে হলুদ খামে আসা চিঠি ছুয়ে অনুভব করব তাকে..... এভাবেই পেরিয়ে যাবে,দিন....মাস...বছর এক সময় যুগ।কখনোই দেখতে চাইনা তাকে....কখনোই দেখবেনা সে আমাকে। অনুভুতি গুলো সীমাবদ্ধ থাকবে হলুদ খামে আসা চিঠিতে। কখনো যদি সে সামনে এসে দাড়াতে চাই...জানাবো তাকে.... বুঝে যাওয়া,জেনে যাওয়া,চিনে ফেলা মানুষগুলোর প্রতি আগ্রহ নিমিষেই ফুরিয়ে যায়।যতদিন তুমি রহস্য ততদিন তোমার মূল্য আছে ঐপাশের মানুষের কাছে, যখন তুমি খোলা বই তখন তুমি অত্যন্ত সহজলভ্য। নাইবা গা ভাসালাম এই স্বার্থপর নিয়মের সাথে নিজেদের....থাকিনা যতটা দূরে আছি....কিছু সম্পর্ক তো দূরে থেকেও অনেকটা কাছের হয়।আর কিছু সম্পর্ক কাছে আসার পর অনেক টা দূরে চলে যায়। আমি একজন পত্র প্রেরক চাই....যে আমায় নিয়ে ভাববে,আমায় ভেবে হাসবে, অভিমান করবে....
আমার আবদারের প্রতিক্ষা করবে সেই মানুষের অনুভুতি হুট করে এসে হুট করে চলে যাবেনা....
ভালবাসা শিখিয়ে নিজে হারিয়ে যাবেনা....
সব কিছু বেচে থাকবে হলুদ খামের ভেতর লিখা দু লাইন চিঠির ভেতর।

                                 

                                                                                        ______________


Rea��es:

Post a Comment

0 Comments