অভ্র নীল আকাশ বিচিত্রা

আকাশে ভেসে যায় সাদা মেঘের পালে,

স্মৃতিরা ছুঁয়ে যায় নীলিমার তাল।
কত যে রঙের খেলা তোমার ওই চোখে,
প্রেমের রূপকথা লুকায় আকাশে।

হৃদয়ের ক্যানভাসে আঁকা সব স্বপ্ন,
তোমার স্পর্শে জাগে রঙের আন্দোলন।
নীল আকাশের নিচে আমরা দুজন,
অভ্রের বুকে স্নিগ্ধ সন্ধ্যা মন।

তোমার হাসিতে জাগে আলোর উচ্ছ্বাস,
তুমি এলে যেন বসন্তের বাতাস।
প্রতিটি ক্ষণে তুমি, হৃদয়ে বাসা বাঁধো,
তোমার প্রেমে আমি খুঁজি পৃথিবীর মানচিত্র।

নীল আকাশের নিচে তোমার হাত ধরে,
ভালোবাসার গল্প লিখি তারার আলোয়।
অভ্র নীল আকাশ সাক্ষী আমাদের প্রেমে,
প্রতি দিনে আমরা হারাই হৃদয়ের রঙে।

নীলিমার কোলে তুমি, আমিও আছি,
প্রেমের আকাশে দু’টি পাখির বাসা।
অভ্র নীল আকাশ, আমাদের স্বপ্নভরা,
তোমার সাথেই কাটে জীবনের প্রতিটি ক্ষণ।

Rea��es:

Post a Comment

0 Comments