রবীন্দ্রনাথ ঠাকুর এর কিছু বাণী

“শুধু দিনযাপনের শুধু প্রাণধারণের গ্লানি
শরমের ডালি,
নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্রশিখা স্তিমিত দীপের
ধূমাঙ্কিত কালি,
লাভ-ক্ষতি-টানাটানি, অতি ক্ষুদ্র ভগ্ন-অংশ-ভাগ,
কলহ সংশয়–
সহে না সহে না আর জীবনেরে খণ্ড খণ্ড করি
দণ্ডে দণ্ডে ক্ষয়।” – রবীন্দ্রনাথ ঠাকুর

“রাত কাটে, ভোর হয়,
পাখি জাগে বনে —
চাঁদের তরণী ঠেকে
ধরণীর কোণে” – রবীন্দ্রনাথ ঠাকুর


“নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়” – রবীন্দ্রনাথ ঠাকুর
“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন” – রবীন্দ্রনাথ ঠাকুর
“তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি” – রবীন্দ্রনাথ ঠাকুর
“এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়” – রবীন্দ্রনাথ ঠাকুর
“মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য” – রবীন্দ্রনাথ ঠাকুর
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে” – রবীন্দ্রনাথ ঠাকুর
“সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ” – রবীন্দ্রনাথ ঠাকুর
“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।” – রবীন্দ্রনাথ ঠাকুর
“আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো” – রবীন্দ্রনাথ ঠাকুর
“আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না” – রবীন্দ্রনাথ ঠাকুর
“বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না” – রবীন্দ্রনাথ ঠাকুর
Rea��es:

Post a Comment

0 Comments